ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়কদের নিয়ে নতুন একটি ছাত্র সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নতুন ছাত্র সংগঠন ঘোষণা করার কথা ছিল বুধবার বেলা ৩টায়, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংগঠনটির ঘোষণা দেননি। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ শুরু করেন।
বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নতুন ছাত্র সংগঠনের কমিটি প্রকাশ করছে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে ঘোষিত হতে যাওয়া নতুন ছাত্রসংগঠনটির নাম হবে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন।
বিক্ষোভকারীদের দাবি, নতুন সংগঠনের ঘোষণা না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
thebgbd.com/NIT