ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
  • | ১৩ মে, ২০২৪
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।


সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপ সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ প্রদান করা হয়।


কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.মুনীর হোসাইন খান বিষয়টি নিশ্চিত করে জানান, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান স্বপদে বহাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ে তার মনোনয়ন স্থগিত করে নির্বাচন কমিশন।


প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে একটি রিট করেন। যে জটিলতা কাটাতে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন চান্দিনা উপজেলা পরিষদের সকল নির্বাচন স্থগিত করেছে। 


এদিকে নির্বাচন স্থগিত সম্পর্কিত চিঠিতে উল্লেখ করা হয়, রিট পিটিশনের এর আলোকে সুপ্রীমকোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।


এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপ্র-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আমাদেরকে ৫ জুন চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়টি অবহিত করা হয়েছে।’


এরআগে একই কারণে প্রথম ধাপের নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হয়।