ভূমিকম্পে এ বার কেঁপে উঠল আসাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টা ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল আসামের মরিগাঁও। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভূ-কম্পন অনুভূত হয়। কেঁপে উঠে বাংলাদেশও। যার উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।
আগের সপ্তাহেই তিন ঘণ্টারও কম সময়ে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি, বিহার, আসাস ও উরিষ্যার বিস্তীর্ণ অঞ্চল। দিল্লি ও বিহারে কম্পনের মাত্রা ছিল ৪। তবে উরিষ্যার পুরীর ভূমিকম্পের তীব্রতার মান ছিল ৪.৭, আসামের লাচুঙে তীব্রতা ছিল ২.৩। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে দু’বার কেঁপে উঠল আসাম।
সূত্র: এনডিটিভি
এসজেড