ঢাকা | বঙ্গাব্দ

রমজানে চাহিদার তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল আমদানি

রমজানে ৩ লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে ৩ লাখ ৮৯ হাজার মেট্রিক টন আমদানি হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
রমজানে চাহিদার তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল আমদানি ছবি : সংগৃহীত

রমজানে ৩ লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে ৩ লাখ ৮৯ হাজার মেট্রিক টন আমদানি হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানকে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আলীম আখতার খান। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।


রমজান ঘিরে ছোলা, খেজুর, চিনিসহ নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে ভোজ্যতেলের সংকট নিয়ে অস্বস্তি প্রকাশ করে মহাপরিচালক বলেন, পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল আমদানি হলেও কিছু ব্যবসায়ী বাজারে তেল সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করেছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এর পাশাপাশি ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তন করে রমজানে সংযমী হওয়ারও তাগিদ দেন তিনি।


thebgbd.com/NA