বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ‘কিংস পার্টি’ হয়ে ওঠার সম্ভাবনা নেই।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, "নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে ইতিবাচক একটি ধারা তৈরি হচ্ছে। তবে শুধুমাত্র নতুনদের নিয়ে গঠিত হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি তেমন নয়। জাতিগতভাবে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক, বরং সমালোচনা না থাকাটাই অস্বাভাবিক।"
বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, "আমরা অন্তর্বর্তী সরকারের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের কোনো আকাঙ্ক্ষা দেখি না। তবে যে শক্তি দেশের কল্যাণে কাজ করবে, তাদের জন্য শুভকামনা রইল।"
thebgbd.com/NIT