ঢাকা | বঙ্গাব্দ

এনসিপির আত্মপ্রকাশ, মঞ্চে উঠলেন নাহিদ ইসলাম

তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
এনসিপির আত্মপ্রকাশ, মঞ্চে উঠলেন নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত

তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা হওয়া এ আয়োজনে পরবর্তীতে গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।


জাতীয় সংগীতের পর জুলাই অভ্যুত্থান শিরোনামের একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। ডকুমেন্টারি শেষ হওয়ার পর মঞ্চে আহ্বান করা হয় নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে, যাকে "জুলাই অভ্যুত্থানের ইমাম" হিসেবে অভিহিত করা হয়।


এরপর একে একে মঞ্চে ওঠেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন, হান্নান মাসউদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।


পরে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আরও একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাম ঘোষণা করা হয়।


thebgbd.com/NA