রমজান ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ মাস, যা সাওম (রোজা) পালন এবং ইবাদতের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। কোরআন ও হাদিসে রমজানের গুরুত্ব ও বিধান সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
কোরআনে আল্লাহ তায়ালা বলেন, "হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।" (সূরা আল-বাকারা: ১৮৩)
রমজান মাসেই কোরআন নাজিল হয়। আল্লাহ বলেন, "রমজান মাসই হলো সে মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে—মানুষের জন্য পথনির্দেশ, সৎপথের স্পষ্ট প্রমাণ ও সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসেবে।" (সূরা আল-বাকারা: ১৮৫)
রোজা পালনের বিধান সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।" (বুখারি, মুসলিম)
রমজান মাসের বিশেষ রাত হলো লাইলাতুল কদর, যা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, "লাইলাতুল কদর হলো এক হাজার মাসের চেয়েও উত্তম।" (সূরা আল-কদর: ৩)
হাদিসে আছে, "যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় নামাজ পড়ে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়।" (বুখারি, মুসলিম)
রমজান দান-খয়রাতের মাস। রাসুল (সা.) বলেছেন, "এ মাসে এক নফল ইবাদত করলে তা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়, আর এক ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়।" (তিরমিজি)
রমজানের শেষ দশকে ইতেকাফ করা সুন্নত। আয়েশা (রা.) বলেন, "রাসুল (সা.) রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন।" (বুখারি, মুসলিম)
সাহরি খাওয়া সুন্নত। রাসুল (সা.) বলেছেন, "সাহরিতে বরকত আছে, তাই তোমরা সাহরি খাও।" (বুখারি, মুসলিম)
ইফতার দ্রুত করা রাসুল (সা.)-এর সুন্নত। তিনি বলেন, "মানুষ যতক্ষণ দ্রুত ইফতার করতে থাকবে, ততক্ষণ কল্যাণে থাকবে।" (বুখারি, মুসলিম)
রমজানের শেষ দিকে জাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। রাসুল (সা.) বলেছেন, "এটি রোজাদারের জন্য গুনাহ ও অপচয়ের পবিত্রতা এবং দরিদ্রদের জন্য খাদ্যের ব্যবস্থা।" (আবু দাউদ)
রমজান হলো গুনাহ থেকে মুক্তি লাভের মাস। রাসুল (সা.) বলেছেন, "রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, আর তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তি।" (বায়হাকি)
এ মাসে দোয়া কবুল হয়। রাসুল (সা.) বলেছেন, "রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়।" (তিরমিজি)
রমজান শেষে ঈদুল ফিতর উদযাপিত হয়, যা আনন্দ ও শুকরিয়ার উৎসব। রাসুল (সা.) বলেন, "রোজাদারের জন্য দুটি আনন্দ—একটি ইফতারের সময়, আরেকটি যখন সে তার প্রতিদান হিসেবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে।" (বুখারি, মুসলিম)
thebgbd.com/NIT