ঢাকা | বঙ্গাব্দ

রোজা সহি ও শুদ্ধ রাখতে করণীয়

  • নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
রোজা সহি ও শুদ্ধ রাখতে করণীয় ফাইল ছবি

রোজা সহি ও শুদ্ধ রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে—


১. নিয়ত করা: প্রতিদিন সাহরির সময় বা তার আগেই রোজার নিয়ত করা জরুরি। রাসুল (সা.) বলেছেন, "যে ফজরের আগে রোজার নিয়ত করবে না, তার রোজা হবে না।" (আবু দাউদ)


২. সঠিকভাবে সাহরি খাওয়া: সাহরি খাওয়া সুন্নত এবং এটি শেষ সময়ে খাওয়া উত্তম। রাসুল (সা.) বলেছেন, "সাহরি খাও, এতে বরকত আছে।" (বুখারি, মুসলিম)

৩. হারাম ও অনৈতিক কাজ থেকে বিরত থাকা: গিবত, মিথ্যা, ঝগড়া, গালাগালি, হারাম দেখা ও শোনা থেকে বেঁচে থাকা জরুরি। রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করল না, তার শুধু না খেয়ে থাকার কোনো দরকার নেই।" (বুখারি)


৪. ইফতার দ্রুত করা: সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। রাসুল (সা.) বলেন, "মানুষ যতক্ষণ দ্রুত ইফতার করবে, ততক্ষণ কল্যাণে থাকবে।" (বুখারি, মুসলিম)


৫. হালাল ও পরিমিত পরিমাণে ইফতার করা: বেশি খাওয়া ও অপচয় এড়িয়ে চলা উচিত।


৬. নামাজ ও ইবাদতে যত্নবান হওয়া: পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত, তাসবিহ-তাহলিল ও বেশি বেশি দোয়া করা দরকার।


৭. তারাবিহ নামাজ পড়া: এটি সুন্নতে মুআক্কাদাহ। রাসুল (সা.) বলেন, "যে ব্যক্তি রমজানে ঈমান ও সওয়াবের আশায় কিয়ামুল লাইল (তারাবিহ) আদায় করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।" (বুখারি, মুসলিম)


৮. রোজা ভঙ্গকারী কাজ থেকে দূরে থাকা: ইচ্ছাকৃত কিছু খাওয়া-দাওয়া, বেহুদা কথা বলা, অনৈতিক আচরণ, মাস্টারবেশন ইত্যাদি রোজা ভঙ্গ করে।


৯. সবর ও ধৈর্য ধারণ করা: ক্ষুধা-পিপাসা সহ্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা ও উত্তম চরিত্র বজায় রাখা জরুরি।


১০. গোপন গুনাহ থেকেও বাঁচা: অন্তরের খারাপ চিন্তা ও লুকানো পাপ থেকেও নিজেকে দূরে রাখা দরকার, কারণ আল্লাহ সব জানেন।


এভাবে রোজা রাখলে তা সহি ও পূর্ণতা পাবে।


thebgbd.com/NIT