ঢাকা | বঙ্গাব্দ

এবার কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত ২৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মার্চ, ২০২৫
এবার কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা সংগৃহীত

দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও আজ (শনিবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।


'ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস' গতকাল শুক্রবার এক বিবৃতিতে কর্মবিরতির ঘোষণা দেয়। যদিও জরুরি বিভাগ, আইসিইউ ও সিসিইউ এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।


শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। বেলা ১১টায় আন্দোলনরত চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুন নবী।


দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত ২৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করছেন। এর মধ্যে এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ 'ডাক্তার' লিখতে পারবে না—এমন দাবিও রয়েছে।

শিক্ষার্থীদের দাবি 


• এমবিবিএস/বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না। বিএমডিসির নিবন্ধন কেবল এমবিবিএস/বিডিএস উত্তীর্ণদের দেওয়া, ম্যাটসদের নিবন্ধন দেওয়া বন্ধ করা এবং বিএমডিসির আইনের বিরুদ্ধে করা রিট মামলা ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।


• চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি (ওভার দ্য কাউন্টার) তালিকা হালনাগাদ করতে হবে। এমবিবিএস/বিডিএস ছাড়া আর কেউ ওটিসি তালিকার বাইরে ওষুধ লিখতে পারবে না।


• স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ, চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।



• সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং মানহীন সরকারি ও বেসরকারি কলেজ বন্ধ করে দিতে হবে। এরই মধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।


thebgbd.com/NIT