গত এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক দুই দুই শতাংশে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের চেয়ে এপ্রিলে কমে নয় দশমিক ৭৪ শতাংশ হয়েছে।
গত মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, গত এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক সাত চার শতাংশ। যা মার্চে ছিলো ৯ দশমিক আট এক শতাংশ। সেই হিসেবে, মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার মাত্র দশমিক শূণ্য সাত শতাংশ কমেছে।
হিসেব বলছে, গত এপ্রিল মাসে গ্রামীণ এলাকায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার ছিল ৯ দশমিক নয় দুই শতাংশ। শহরে কিছুটা কম, ৯ দশমিক চার ছয় শতাংশ।
অর্থাৎ, গত মাসে শহর থেকে গ্রামের মানুষের উপর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বেশি ছিল।