ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে বাংলাদেশি হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হবে: বিজিবি ডিজি

শনিবার সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মার্চ, ২০২৫
সীমান্তে বাংলাদেশি হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হবে: বিজিবি ডিজি ছবি : সংগৃহীত

ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলে ওই দেশের অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হয়ে যাবে—এমন মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।


শনিবার সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল সিদ্দিকী বলেন, “সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার। অনুপ্রবেশ বা অন্য কোনো কারণে হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।”


তিনি আরও জানান, সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ডের বেশিরভাগ ঘটনা ভারতের অভ্যন্তরে ঘটছে এবং শূন্য রেখায় প্রবেশ ঠেকাতে বিজিবি তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।


বিজিবি মহাপরিচালক সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং অযথা হত্যাকাণ্ড রোধ করতে উভয় দেশের মধ্যে আরও কার্যকরী সমন্বয়ের আহ্বান জানান।




thebgbd.com/NA