ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না: মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বলেছেন, ‘আল্লাহর কসম! বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না।’
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মার্চ, ২০২৫
বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না: মাহিন সরকার ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বলেছেন, ‘আল্লাহর কসম! বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না।’ শনিবার (১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেছেন।


ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মুনতাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু উনার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই। আল্লাহর কসম! বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না।’


এদিকে জাতীয় নাগরিক পার্টির নতুন দলে মুনতাসির নামের একজনের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনে স্যোশাল মাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। তার জের ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।



thebgbd.com/NA