ঢাকা-চট্টগ্রাম রুটের জনপ্রিয় বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আসছে। বাংলাদেশ রেলওয়ের ৫৪তম ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী আগামী ১০ মার্চ থেকে নতুন সূচি কার্যকর হবে।
একইসঙ্গে ৩৫টি ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময় এবং ১৫টির প্রারম্ভিক সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া চার জোড়া ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও পরিবর্তিত হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার পরিবর্তে সকাল ৭টায় ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে ১১টা ২৫ মিনিটে। সোনার বাংলা এক্সপ্রেস বিকাল ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫৫ মিনিটে।
চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৬টায় ছেড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে এটি দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম পৌঁছাবে। পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ছাড়বে এবং বিকাল ৩টা ৫৫ মিনিটে সিলেটে পৌঁছাবে। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে রাত ১০টায় ছেড়ে ভোর ৫টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।
thebgbd.com/NA