ঢাকা | বঙ্গাব্দ

প্রথম রমজানেও পিছু ছাড়ছে না যানজট

বিকেল তিনটার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে। যানবাহনের সংখ্যা একসঙ্গে বেড়ে যাওয়ায় বিশেষ করে রামপুরা এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ মার্চ, ২০২৫
প্রথম রমজানেও পিছু ছাড়ছে না যানজট ফাইল ছবি

পবিত্র রমজান মাসের প্রথম দিন রোববার। সিয়াম সাধনার এই দিনে কর্মজীবী মানুষ বিকেলে অফিস ছুটি শেষে বাসায় ফিরে পরিবারের সঙ্গে ইফতার করতে চান। ফলে বিকেল তিনটার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে। যানবাহনের সংখ্যা একসঙ্গে বেড়ে যাওয়ায় বিশেষ করে রামপুরা এলাকায় তীব্র যানজট দেখা গেছে।


রোববার (২ মার্চ) বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, পল্টন থেকে উত্তরা এবং উত্তরা থেকে পল্টনগামী সড়কে যান চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। তবে রামপুরা এলাকায় যানজটের কারণে উভয় দিকের যানবাহনকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। বিকেল তিনটার পর থেকে রামপুরা ব্রিজ এলাকায় গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় যানবাহন ধীরগতিতে চলতে থাকে।


ট্রাফিক পুলিশ জানায়, ইফতারের আগ মুহূর্তে কর্মজীবীরা একসঙ্গে বাসায় ফেরায় সড়কে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যায়। রামপুরা ব্রিজ এলাকায় বিভিন্ন দিক থেকে গাড়ি আসার কারণে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ সৃষ্টি হয়, যার ফলে যানজট তৈরি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক পুলিশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।


যাত্রীরা জানান, প্রথম দিনের তুলনায় যানজট খুব বেশি ছিল না, তবে রামপুরা এলাকায় গাড়ি কিছুটা দীর্ঘ সময় আটকে ছিল। এক যাত্রী জানান, পল্টন থেকে কুড়িল বিশ্বরোডগামী বাসটি রামপুরা পর্যন্ত স্বাভাবিক গতিতে এলেও রামপুরায় প্রায় ৩০ মিনিট আটকে ছিল।


ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম জানান, রমজানের প্রথম দিন হওয়ায় বিকেল তিনটার পর গাড়ির চাপ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। তবে অন্যান্য বছরের তুলনায় এবার যান চলাচল বেশ স্বাভাবিক ছিল। রামপুরায় কিছুটা যানজট তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য ট্রাফিক পুলিশ সক্রিয় রয়েছে।


thebgbd.com/NIT