ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ধাক্কা, যুক্তরাজ্যে ঋণ!

ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং জনগণকে ধন্যবাদ দিয়ে জ়েলেনস্কি জানান, এই ঋণের টাকায় তারা অস্ত্র তৈরি করবেন।
  • অনলাইন ডেস্ক | ০২ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্রে ধাক্কা, যুক্তরাজ্যে ঋণ! স্টারমার ও জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বলতে গেলে গলা ধাক্কা খেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এক দিনের মধ্যেই তার মুখে হাসি ফুটল আবার। ইউক্রেনকে ২৮০ কোটি ডলার ঋণ দিল ব্রিটেন। ১০, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাসভবনে ওই ঋণ স্বাক্ষর করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে এই অর্থসাহায্য, জানিয়েছে ব্রিটেন। পরে জেলেনস্কি জানান, এই অর্থ তারা অস্ত্র তৈরির জন্য ব্যবহার করবেন।


হোয়াইট হাউসের বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে সোজা ব্রিটেনে চলে যান জেলেনস্কি। শনিবার (স্থানীয় সময়) ডাউনিং স্ট্রিটে তার সঙ্গে স্টারমারের বৈঠক হয়। জেলেনস্কিকে আলিঙ্গন করে সাদরে অভ্যর্থনা জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে তারা আলোচনা করেন। ব্রিটেনের কাছেও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেনস্কি। ধন্যবাদ জানান স্টার্মার এবং ব্রিটেনের মানুষকে। স্টারমার জানিয়েছেন, তার দেশ ইউক্রেনের পাশেই আছে। কারণ ইউক্রেনে শান্তি ফেরা ব্রিটেনের জন্যও জরুরি।


 কিছু মানুষ ১০, ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অভ্যর্থনা জানান ইউক্রেনের প্রেসিডেন্টকে। জেলেনস্কিকে স্টারমার বলেন, ‘এই ডাউনিং স্ট্রিটে আপনাকে স্বাগত। বাইরের রাস্তা থেকে আপনি নিশ্চয় লোকজনের উচ্ছ্বসিত চিৎকার শুনেছেন। ব্রিটেনের পূর্ণ সমর্থন আপনার সঙ্গে রয়েছে। আমরা সবসময় ইউক্রেনের পাশে থাকব।’ 


জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরে স্টার্মার জানান, ইউক্রেনে সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী তাঁরা দু’জনেই। এটি ইউক্রেনের জন্য তো বটেই, ব্রিটেন তথা সমগ্র ইউরোপের জন্যই জরুরি।এর পর ডাউনিং স্ট্রিটের দপ্তর থেকেই ব্রিটেনের চ্যান্সেলর র‌্যাচেল রিভ্‌স ইউক্রেনের অর্থমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন এবং প্রতিরক্ষা ঋণে স্বাক্ষর করেন।


স্টারমার এবং ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এই ঋণ ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ঋণের অর্থ দিয়ে অস্ত্র তৈরি করা হবে। রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে আমরা এই ঋণ পরিশোধ করব। এটাই ন্যায়বিচার। যারা আক্রমণ করেছে, যারা আগ্রাসী, খরচও করতে হবে তাদেরই।’ 


ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে ডাউনিং স্ট্রিটের সামনে যারা জড়ো হন, তাদের উদ্দেশে হাত নেড়ে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর সময় থেকেই ব্রিটেন আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রথম দিন থেকে সঙ্গে থাকার জন্য ব্রিটেনের মানুষ এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এমন কৌশলী বন্ধু পেয়ে আমরা খুশি। আমরা ব্রিটেনের উপর অনেক ভরসা করি।’ রোববার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি।


ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক ব্যর্থ হওয়া এবং হোয়াইট হাউসে তাদের বাদানুবাদের কথা প্রকাশ্যে আসার পর ইউরোপ পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের। ইউরোপের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানেরা জেলেনস্কির পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। তার একদিন পরেই ব্রিটেনে সাদর অভ্যর্থনা পেলেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান।


সূত্র: বিবিসি, রয়টার্স


এসজেড