ঢাকা | বঙ্গাব্দ

জামাতে নামাজের রাকাত ছুটে গেলে কী করণীয়

জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো মুসল্লির এক বা একাধিক রাকাত ছুটে যায়, তবে সেটি কাজা (বাকি) করে পূর্ণ করতে হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ, ২০২৫
জামাতে নামাজের রাকাত ছুটে গেলে কী করণীয় ফাইল ছবি

জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো মুসল্লির এক বা একাধিক রাকাত ছুটে যায়, তবে সেটি কাজা (বাকি) করে পূর্ণ করতে হয়। একে "মাসবুক" (যার কিছু রাকাত ছুটে গেছে) বলা হয়। নামাজ শেষ করার নিয়ম নিম্নরূপ—


১. ইমামের সঙ্গে যতটুকু পেয়েছেন, তা পড়ুন:

জামাতে যখন যে অবস্থায় যোগ দেবেন, তখন থেকেই ইমামের অনুসরণ করবেন। সোজা তাকবির বলে নামাজে শামিল হবেন এবং ইমাম যে অবস্থায় থাকবেন, সে অবস্থায় থাকবেন।


২. ইমামের সঙ্গে সালাম ফেরাবেন না:

যাদের রাকাত ছুটে গেছে, তারা ইমামের সঙ্গে সালাম ফেরাবেন না। বরং ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন।


৩. ছুটে যাওয়া রাকাত পূরণ করবেন:


যদি প্রথম রাকাত মিস হয়ে যায়, তবে সেটি প্রথম রাকাত ধরে পরবর্তী রাকাতগুলো পড়বেন।


সূরা ফাতিহা এবং অতিরিক্ত সূরা পড়ার ক্ষেত্রে সেই হিসাবেই পড়তে হবে।


যে অবস্থায় নামাজে ঢুকেছেন, তা বিবেচনায় রেখে যথাযথভাবে রুকু-সিজদা করবেন।


৪. নামাজ শেষ করবেন:

সকল রাকাত সম্পন্ন হলে যথারীতি তাশাহহুদ পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।


এভাবে নিয়ম মেনে নামাজ শেষ করতে হয়, যা হাদিস ও ইসলামী ফিকহ অনুযায়ী নির্ধারিত।


thebgbd.com/NIT