রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের অন্যতম হোতা শিহাব হোসেন শয়ন, যিনি আরাফাত নামেও পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণসহ মোট ১০টি ফৌজদারি মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিক্ষোভ দমনচেষ্টার অভিযোগে আরও দুটি মামলা দায়ের করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শয়ন ওরফে আরাফাত অতীতে মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী শাহাদাতের সহযোগী ছিলেন। পাশাপাশি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফোরকান ও আরেক প্রভাবশালী ব্যক্তি রাষ্ট্রনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শয়ন আত্মগোপনে চলে যান এবং শেরপুরে আশ্রয় নেন। সাম্প্রতিক সময়ে তিনি রাজধানীর আগারগাঁও এলাকায় ফিরে এসে তার সন্ত্রাসী চক্র পুনর্গঠনের চেষ্টা করছিলেন। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয় এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তাকে আটক করা হয়।
শয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে তার দুই সহযোগী, রিদয় ও সোহাগকে আগারগাঁওয়ের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
আইনি প্রক্রিয়ার জন্য গ্রেপ্তারকৃতদের শের-ই-বাংলা থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
thebgbd.com/NA