সরকার সব ধরনের নাগরিক সেবা একসাথে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়ে থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
আজ মঙ্গলবার (৪ মার্চ) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়ে রাখার বিষয়ে লিখিতভাবে সরকারকে জানানো হবে। তিনি বলেন, "সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে মনে করছি। নির্বাচন কমিশনের মতামত সরকারকে চিঠি আকারে জানানো হবে।"
thebgbd.com/NA