ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার উপর নজরদারি চান না ট্রাম্প

রাশিয়ার উপরে সামরিক নজরদারি চালানো বন্ধ করে দিলে সে দেশের অনেক গোপন তথ্য মস্কোর হ্যাকারদের হাতে চলে যাবে।
  • অনলাইন ডেস্ক | ০৪ মার্চ, ২০২৫
রাশিয়ার উপর নজরদারি চান না ট্রাম্প পুকিন ও ট্রাম্প।

রাশিয়ার উপরে আর সাইবার নজরদারি চালাতে চায় না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ড রাশিয়ার বিরুদ্ধে এই সংক্রান্ত নজরদারি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে কিছুটা শঙ্কায় সে দেশের সামরিক কর্মকর্তাদের অনেকে।


তারা মনে করছেন, রাশিয়ার উপরে যুক্তরাষ্ট্র সামরিক নজরদারি চালানো বন্ধ করে দিলে সে দেশের অনেক গোপন তথ্য মস্কোর হ্যাকারদের হাতে চলে যাবে। সে ক্ষেত্রে রণকৌশলগত দিক থেকে প্রতিদ্বন্দ্বী রাশিয়ার তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরেই রাশিয়ার সঙ্গে দূরত্ব কমানোর ইঙ্গিত দিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন। সে দিক থেকে মস্কোর উপরে সাইবার নজরদারি স্থগিত রাখার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।


সিএনএন আমেরিকার প্রাক্তন এক সাইবার কমান্ড কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, কোনও দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কিংবা কোনও বোঝাপড়ায় আসতে অতীতেও সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে সাইবার নজরদারি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। রাশিয়ার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র নতুন কোনও বোঝাপড়ার পথে হাঁটছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।


জো বাইডেনের সময়ে মস্কো এবং‌ ওয়াশিংটনের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেলেও সেই দূরত্ব কমানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। কিন্তু সেই বৈঠকে ঠাঁই হয়নি ইউক্রেনের। আবার রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জেলেনস্কিকে হোয়াইট হাউসে বসে কড়া কথা শোনালেও পুতিনের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি ট্রাম্পকে। 


সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা করে প্রস্তাব পেশ করা হয় জাতিসংঘে। এই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়ে কার্যত রাশিয়ার পাশে দাঁড়ায় ট্রাম্পের যুক্তরাষ্ট্র।


সূত্র: সিএনএন


এসজেড