ঢাকা | বঙ্গাব্দ

ভোটারদের আইডি কার্ড পরীক্ষা ও নেকাব খুলে বিতর্কে বিজেপি প্রার্থী

আজমপুরের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষারত বোরকা পরা নারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) পরীক্ষা করেন মাধবী লতা। তিনি তাদের নেকাবও তুলতে বলেন।
  • | ১৩ মে, ২০২৪
ভোটারদের আইডি কার্ড পরীক্ষা ও নেকাব খুলে বিতর্কে বিজেপি প্রার্থী এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সমালোচিত হয়েছেন বিজেপি প্রার্থী মাধবী লতা

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হায়দরাবাদ আসনে বিজেপির প্রার্থী মাধবী লতা। একটি ভোটকেন্দ্রে নারীদের পরিচয়পত্র পরীক্ষা করার পাশাপাশি তাদের নেকাব খুলতে বলেন তিনি। এমন একটি ভিডিও প্রকাশ্যে আসার পর আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম দেশটির নির্বাচন কমিশনে অভিযোগ করেছে।

সোমবার (১৩ মে) অমৃতা বিদ্যালয়ে ভোট দেন তিনি। এরপর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন মাধবী। পরে আজমপুরের একটি ভোটকেন্দ্রে গিয়ে সেখানে ভোট দেওয়ার জন্য অপেক্ষারত নারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) পরীক্ষা করা শুরু করেন তিনি।

প্রকাশিত ভিডিওতে তাকে একজন বোরকা পরা নারীকে নেকাব তোলার জন্য বলতে শোনা যায়। ওই নারী তখন তা করেন।

এআইএমআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বোরকা পরা নারীদের আইডি পরীক্ষা করেন মাধবী লতা। তিনি এই নারীদের নেকাবও তুলতে বলেন।

আইডি কার্ড সঠিকভাবে পরীক্ষা করার পর ভোট দেওয়ার অনুমতি দিতে নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক করেন মাধবী। পরে তিনি দাবি করেন, ভোটার তালিকায় অসংগতি আছে। অনেক ভোটারের নাম নেই।

বিজেপি প্রার্থী মাধবীর জন্য বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সমালোচিত হয়েছেন তিনি।

উল্লেখ্য, চতুর্থ ধাপের এই ভোট হচ্ছে। মোট ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ভোট গ্রহণ চলছে। তেলেঙ্গানা রাজ্যের ১৭টি আসনে আজ ভোট হচ্ছে। যে ১৭ আসনে ভোট হচ্ছে, সেগুলোর মধ্যে আদিলাবাদ, জহিরাবাদ, খাম্মাম, মাহাবুবাবাদ ও নালগোন্দায় ভোটের হার বেশ ভালো।

তেলেঙ্গানার হায়দরাবাদ আসনে আসাদউদ্দিন ও মাধবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবশেষ লোকসভা নির্বাচনে এই আসনে আসাদউদ্দিন উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস