ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। সোমবার (১৩ মে) বিকেলে সদর উপজেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি এবিএম ওয়াহিদ।
তিনি জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি ট্রাক গড়েয়ার দিকে যাচ্ছিল। এসময় পুলিশ লাইনের সামনে এসে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।