আগামী ২৬ মার্চ রাতে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফর চলাকালীন তিনি ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ২৫ থেকে ২৮ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পর তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া, বোয়াও ফোরামের মহাসচিব ঝ্যাং জুন সম্প্রতি প্রধান উপদেষ্টাকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। চীন এই সফরকে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ গুরুত্ব দিচ্ছে। চীনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বেইজিং সফরে নিতে উড়োজাহাজ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা বোয়াও ফোরামের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পর বিকেলে বেইজিং রওনা হবেন। হাইনান থেকে বেইজিংয়ের দূরত্বের কারণে, প্রধান উপদেষ্টার জন্য ভাড়া করা উড়োজাহাজে তার চীন সফরের আয়োজন করা হতে পারে।
বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনটি এশিয়া ও বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা এবং উন্নয়ন, সংলাপ, উদ্ভাবন, ও বাস্তব ফলাফলের মূল্যায়ন নিয়ে আলোচনার জন্য পরিচিত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে "পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের পথে"।
thebgbd.com/NA