তাসকিনকে নিয়ে শঙ্কা। তার ইনজুরির অবস্থা ভালো না। দিনভর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আলোচনা। তবে কি দেশের অন্যতম সেরা এই পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না? এমন নানা প্রশ্নের শেষে জানা গেলো, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করবে তাসকিনকে রেখে। যদিও তার ইনজুরির অবস্থা ভালো না।
টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা পক্ষে-বিপক্ষে মত দিলেও সিনিয়র দুই ক্যাম্পেইনার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনের ব্যাপারে অনড় অবস্থানে। তারা তাসকিনকে রাখতে চান দলে। দিনভর যতো আলোচনাই হোক না কেন সাকিব, রিয়াদ, শান্তর জোরের কাছে হার মেনেছে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা।
যুক্তরাষ্ট্রে তাসকিনের চিকিৎসা করানো হবে। বিসিবির এক প্রভাবশালী পরিচালককে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে যেন তাসকিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঝুঁকি থাকলেও তাসকিনকে সাথে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবিদার। নাজমুল হাসান পাপন শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনের জন্য অপেক্ষা করতে চান। কারণ তিনি জানেন তাসকিন দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
১৫ সদস্যের বাইরে আরও একজন বাড়তি পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। যদি আইসিসির বেঁধে দেয়া ডেডলাইন ২৪ মে’র মধ্যে তাসকিন ফিট না হন তবে রিপ্লসমেন্ট হিসবে ওই পেসার দলে ঢুকে যাবেন।
তবে তাসকিন যদি ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকেও যান তারপরও তাকে দেশে ফেরত পাঠানো হবে না। পুরো বিশ্বকাপে তাকে দলের সঙ্গে রাখবে বিসিবি। এমন কিছু ঘটনা বাড়িয়ে দেয় দলের টিম স্পিরিট।