খুব অল্পদিনেই সুশান্ত সিং রাজপুত জনপ্রিয় হয়ে উঠেছিলেন; নিজের যোগ্যতায় আর মেধায়। তবে কিছু বিষয় নিয়ে তার ছিল ক্ষোভ আর অভিমান। প্রিয় অভিনেতার মৃত্যু রহস্য আজও জল্পনা তৈরি করে। তার মৃত্যুর প্রায় ৪ বছর পর তাকে নিয়ে কথা বললেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।
২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ে নিজ অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল। সেসময় অভিনেতার মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা নিয়েও দীর্ঘদিন চলেছে নানার আলোচনা সমালোচনা। এবার অভিনেতার মৃত্যুর প্রায় ৪ বছর পর তাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী।
মনোজ বাজপেয়ী বলেন, সুশান্ত সংবেদনশীল ও বুদ্ধিমান ব্যক্তি ছিল। একদিন সেটে আমি মাংসের একটি পদ রান্না করি, সুশান্ত ওই খাবারটি খুব পছন্দ করে খেয়েছিল কারণ সে মূলত বিহারের বাসিন্দা। আমরা যে মাংস-ভাত খেতাম, আমিই রান্না করতাম, আর অনেক সময় সে খেয়ে বলত, ‘মনোজ ভাই, আমি আপনার বাড়িতে এসে খেতে চাই।’
সুশান্তের সেই কথাই মনোজের উত্তর, 'আমি রান্না করার সাথে সাথেই তোমাকে ফোন করব। এটাই ছিল আমাদের শেষ কথোপকথন।’
এনডিটিভির প্রতিবেদন থেকে আরও জানা যায়, মনোজ বাজপেয়ীর সঙ্গে মৃত্যুর ১০ দিন আগে সুশান্তের কথা হয়েছিল তার। ঠিক তখনই তিনি বুঝেছিলেন যে কোন বিষয় নিয়ে সুশান্ত ভেঙে পড়েছেন!
সেই সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। কিন্তু ওইসব খবরের পেছনে কোনো সত্যতা ছিল না। ও খুবই ভালো মানুষ ছিল বলেই ওইসব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এসব নিয়ে বেশি না ভাবতে।’
মনোজ আরও বলেন, ‘ভিত্তিহীন ওই খবরগুলো নিয়েই শেষ বারের মতো সুশান্তের সঙ্গে কথা হয়েছিল তার। যার ১০ দিন পরই সুশান্ত চলে গেল! আমি এখনও বিশ্বাস করতে পারি না, সুশান্ত আর ইরফান নেই।
সুশান্ত সিং রাজপুত টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ২০০৮ সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত প্রণয়ধর্মী টেলিভিশন ধারাবাহিক কিস দেশ মে হ্যায় মেরা দিল-এ প্রীত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন।
অতঃপর তিনি জি টিভিতে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক পবিত্র রিস্তা-তে মানব দেশমুখ চরিত্রে অভিনয় করেছিলেন; যার জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কার জয়লাভ করেন। মৃত্যুর আগে তার শেষ করা সিনেমা ‘দিল বেচারা’। যা তার মৃত্যুর পর মুক্তি পায়।