ঢাকা | বঙ্গাব্দ

নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০২৫
নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি নারীদের ওপর হওয়া ভয়াবহ হামলাগুলোকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এসব ঘটনা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের পরিপন্থী।


শনিবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা সবসময় সামনে থেকেছে। নারীর প্রতি সহিংসতা রোধ করাও সরকারের প্রধান দায়িত্বের মধ্যে একটি।


তিনি আরও বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি করতে স্বৈরশাসনের পতিত শক্তি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। তাই সবাইকে যুদ্ধকালীন সতর্কতায় থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যে বাংলাদেশ গড়তে চাই, সেখানে নারীদের অংশগ্রহণ অপরিহার্য।


thebgbd.com/NIT