ভারতের কর্ণাটক রাজ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক ইসরায়েলি নারী পর্যটক। একই সময় তার সাথে থাকা বাড়ির মালিকও ধর্ষণের শিকার হন। রাতে ঘুরতে বেরিয়ে এমন ঘটনার শিকার ওই দুই নারী।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কর্ণাটকের কোপ্পালের একটি খালের কাছে এই ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২৭ বছর বয়সী ইসরায়েলি নারী পর্যটক ও ২৯ বছর বয়সী স্থানীয় নারী তুঙ্গভদ্রা খালের পাশে বসে আকাশে তারা দেখছিলেন। এ সময় তিন পুরুষ এসে তাদের ধর্ষণ করেন।
প্রতিবেদনে বলা হয়, বাড়ির মালিক ও তার চার অতিথি রাতের খাবারের পর খালের পাড়ে তারা দেখতে গিয়েছিলেন। এমন সময় তিন অভিযুক্ত একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন। প্রথমে তারা পেট্রল কোথায় পাওয়া যাবে জানতে চান এবং পরে ইসরায়েলি নারীর কাছে ১০০ রুপি দাবি করেন।
এসময় ওই ইসরায়েলি পর্যটক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা ভ্রমণকারীদের ওপর হামলা চালায় এবং তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা দুই নারীকে ধর্ষণ করে।
এতে আরও বলা হয়, ধর্ষণের শিকার হওয়া নারীদের সঙ্গে থাকা তিনজন পর্যটকের একজন ড্যানিয়েল যুক্তরাষ্ট্রের নাগরিক, বাকি দুজন যথাক্রমে মহারাষ্ট্র ও ওড়িশার বাসিন্দা। স্থানীয় ওই নারীর মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেছে।
thebgbd.com/NA