চাঁপাইনবাবগঞ্জের লালাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গরুর পালে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে গরুর রাখাল এবং ছয়টি গরুর মৃত্যু হয়েছে।
সোমবার দিনগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদের আঞ্চলিক সড়কের লালাপাড়া নিচুধুমি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এরফান (৫৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর আটরশিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, তিনশ’ গরু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন এরফান। এসময় পণ্য বোঝাই একটি ট্রাক সোনা মসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গরুর পালের উপরে উঠে যায়।
এতে ঘটনাস্থলে ছয়টি গরুর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন রাখাল এরফান। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।