বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে জানুয়ারি থেকে চলতি মার্চ পর্যন্ত নেপালে মোট ১,৩৮৬ মেট্রিক টন স্টারিজ আলু রপ্তানি করা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে "থিংকস টু সাপ্লাই" নামক একটি প্রতিষ্ঠান দুটি বাংলাদেশি ট্রাকে ২১ মেট্রিক টন করে মোট ৪২ মেট্রিক টন আলু নেপালে পাঠিয়েছে। এই আলুগুলো নেপালের ঝাপা জেলার বির্তামোদ এলাকায় সবজি ভাণ্ডারে পৌঁছানো হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানিয়েছেন, পরীক্ষার পর রোববার রপ্তানির জন্য ৪২ মেট্রিক টন আলুর ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি ৫টি বাংলাদেশি ট্রাকে করে ১০৫ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছিল। আলু রপ্তানির এ ধারাবাহিকতা বাংলাদেশের কৃষি খাতের জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
thebgbd.com/NIT