ঢাকা | বঙ্গাব্দ

তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরি, মোহামেডানের দাপুটে জয়

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে বল হাতে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরি, মোহামেডানের দাপুটে জয় ছবি : সংগৃহীত।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে বল হাতে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ। তবে ম্যাচের সব আলো যেন নিজের দিকে টেনে নিলেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক দুর্দান্ত এক শতক হাঁকিয়ে মোহামেডানকে এনে দিলেন ৭ উইকেটের বড় জয়।


বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে পারটেক্স ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়। দলের পক্ষে আহরার আমিন ৭৮ রান করেন, ৮৬ বলে হাঁকান ৬টি চার ও ৩টি ছক্কা। জাওয়াদ রোয়েন ৪২ ও জয়রাজ শেখ করেন ৩৮ রান। তবে সাব্বির রহমান ছিলেন ব্যর্থ, ১০ বল খেলে করেন মাত্র ১ রান।


মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম ৪টি, নাসুম আহমেদ ৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট শিকার করেন।


জয়ের লক্ষ্যে নেমে শুরুতেই রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কনকে হারায় মোহামেডান। তবে তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়ের ৬৫ রানের জুটিতে দল ঘুরে দাঁড়ায়। হৃদয় ৪৩ বলে ৩৭ রান করে আউট হলেও তামিম ছিলেন অবিচল।


এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তামিম। ১১২ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংসে ১১টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। মুশফিক অপরাজিত থাকেন ৪৪ বলে ৩৫ রান করে।


মোহামেডান ৪০.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।



thebgbd.com/NA