পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করেছে সরকার। রোববার (৯ মার্চ) ঢাকায় এক আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগের কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
আগে পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার, তবে ঈদের সময় যানবাহনগুলো দ্রুত চলাচল করতে পারে সে জন্য নতুন গতিসীমা নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান বলেন, "এতে যানজট কমবে, গাড়ি আটকে থাকবে না এবং দ্রুত চলতে পারবে।"
তিনি আরও জানান, মহাসড়কে নতুন গতিসীমা সম্পর্কিত সাইনগুলো স্থাপন করা হবে এবং দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রাখা হবে।
আন্তঃমন্ত্রণালয় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফসহ আরও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
thebgbd.com/NA