ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ‘ওড়না পরা’ নিয়ে হেনস্তার ঘটনায় মোস্তফা আসিফ অর্ণব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরদিন বৃহস্পতিবার আদালতে পাঠানোর পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
এই বিষয় নিয়ে কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, মামলা প্রত্যাহারের জন্য ভিকটিমের চিঠি আদালতে পাঠানো হয়েছে, এবং সম্ভবত সেই কারণে জামিন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রীর বিরুদ্ধে কোনও জোর-জবরদস্তি হয়েছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এজন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবেন এবং যদি সত্যিই ভীতিমূলকভাবে মামলা প্রত্যাহার করা হয়ে থাকে, তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দেবেন যাতে তারা নতুন মামলা করে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়।
thebgbd.com/NA