বিশাল লনে সাদা কালিতে বড় বড় অক্ষরে লেখা ‘গাজা বিক্রির জন্য না’! বিশাল জায়গা জুড়ে বিস্তৃত সুদৃশ্য গল্ফ রিসোর্টের বিভিন্ন জায়গায় গর্ত করা হয়েছে। কোথাও হাতুড়ির আঘাত, কোথাও বড় বড় পাথর ছোড়ার দাগ। ভাঙা জানলা, দরজার কাচ। স্কটল্যান্ডের নির্জন প্রান্তের ওই ভাঙা গল্ফ রিসোর্টের নিয়ে আলোচনা কারণ এর মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার সকালেই ‘ট্রাম্প টার্নবেরি’ নামক রিসোর্টে ভাঙচুরের ছবি প্রকাশ পায়। কে বা কারা ট্রাম্পের মালিকানাধীন রিসোর্টে করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠে। সে ঘটনার দায় নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক এক গোষ্ঠী। তবে এটি ফিলিস্তিনি কোনও সংগঠন নয়, ফিলিস্তিনপন্থী মার্কিনিদের সংগঠন।
পোস্টে তারা লেখে, ‘মার্কিন প্রশাসন যখন ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে এবং গাজাকে নির্মূল করার পরিকল্পনা করছে, তখন মানুষ চুপচাপ বসে থাকবে না।’ সংগঠনটি ট্রাম্পের ‘গাজা অধিগ্রহণ’ মন্তব্যের সমালোচনা করে একটি বিবৃতিও জারি করেছে। তারা বলেছেন, ‘গাজার প্রতি ট্রাম্পের মনোভাব প্রত্যাখ্যান করি। তিনি যেন গাজাকে নিজের সম্পত্তি মনে না করেন।’
সূত্র: রয়টার্স
এসজেড