ঢাকা | বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপনী অনুষ্ঠানে পাকিস্তানের কাউকে না রাখায় নালিশ দিবে পিসিবি

ভারতের শিরোপা জেতার ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির প্রধান অপারেশন্স অফিসার ও টুর্নামেন্ট পরিচালক সামির আহমেদ সৈয়দসহ আরও একজন।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপনী অনুষ্ঠানে পাকিস্তানের কাউকে না রাখায় নালিশ দিবে পিসিবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপনী অনুষ্ঠান দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এর স্বাগতিক পাকিস্তান। পুরস্কার বিতরণী মঞ্চে স্বাগতিক দেশের কাউকেই দেখা যায়নি। ফাইনালে পিসিবি সংশ্লিষ্ট কেউ যে উপস্থিত ছিলেন না, তেমনও নয়।


দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের শিরোপা জেতার ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির প্রধান অপারেশন্স অফিসার ও টুর্নামেন্ট পরিচালক সামির আহমেদ সৈয়দসহ আরও একজন। পুরস্কার বিতরণের সময়ও মাঠেই ছিলেন তারা। কিন্তু মঞ্চে কাউকে ডাকা হয়নি, ক্রিকেটারদের হাতে মেডেল তুলে দেয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব দেবাজিত সাইকিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচাল রজার টোস।


পাকিস্তানের কেউ না থাকায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘অদ্ভুত একটা ব্যাপার দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য সেখানে (পুরস্কার বিতরণী মঞ্চে) উপস্থিত ছিল না। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। কিন্তু তাদের একজন লোকও সেখানে নেই।’


পিসিবি সভাপতি মহসিন নাকভি অসুস্থ থাকায় নাকি দু্বাইয়ে যেতে পারেননি। ওয়াসিম বলেন, ‘আমি জেনেছি নাকভি অসুস্থ থাকায় যেতে পারেননি। কিন্তু ফাইনালে সামির আহমেদ ও উসমান ওয়ালা ছিল। কাউকেই মঞ্চে দেখা যায়নি।’


পাকিস্তানের কাউকে মঞ্চে না ডাকায় ক্ষোভ প্রকাশ করেছে পিসিবিও। ক্রিকেট পাকিস্তানের খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে বোর্ড আইসিসির কাছে নালিশ করবে। ব্যাখ্যা চাওয়া হবে কেন স্বাগতিক পাকিস্তানকে এড়িয়ে যাওয়া হলো। রাজনৈতিক বৈরিতার কারণে ভারত এই টুর্নামেন্টে খেলতে পাকিস্তানেও যায়নি, তাদের সবগুলো ম্যাচই দুবাইয়ে আয়োজন করা হয়, স্বাগতিক পাকিস্তানের দর্শকদের বঞ্চিত করে ফাইনালও সেখানেই অনুষ্ঠিত হলো।


thebgbd.com/NIT