ঢাকা | বঙ্গাব্দ

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ

এই তালিকার মাধ্যমে চলতি মার্চ মাস থেকে ক্রিকেটাররা বিসিবি থেকে বেতন-ভাতা পাবেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মার্চ, ২০২৫
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় চুক্তিভূক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকার মাধ্যমে চলতি মার্চ মাস থেকে ক্রিকেটাররা বিসিবি থেকে বেতন-ভাতা পাবেন।


তালিকা অনুযায়ী, ‘এ প্লাস’ ক্যাটাগরিতে একমাত্র নাম রয়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের, যিনি মাসে ১০ লাখ টাকা বেতন পাবেন।


‘এ’ ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের চার ক্রিকেটার—অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং মুশফিকুর রহিম। তারা মাসে ৮ লাখ টাকা করে বেতন পাবেন।


‘বি’ ক্যাটাগরিতে আছেন ৭ জন ক্রিকেটার, যারা মাসে ৬ লাখ টাকা করে বেতন পাবেন। তারা হলেন: মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং মুশফিকুর রহিম। মুশফিক একসময় ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন, তবে ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর তাকে ‘বি’ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে।


এছাড়া, ২২ ক্রিকেটারের তালিকায় ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন, তবে তিনি বিসিবির কাছে অনুরোধ করেছেন কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না রাখার জন্য। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে, তিনি মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আসছেন না, তবে ফেব্রুয়ারির জন্য তিনি ‘বি’ ক্যাটাগরিতে বেতন পাবেন।


কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের ক্যাটাগরি:


এ+: তাসকিন আহমেদ

এ: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম

বি: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (নাম প্রত্যাহার), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান

ডি: নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ


thebgbd.com/NIT