বিগত আমলে উচ্চশিক্ষার নামে ৪০০ কোটি টাকা পাচারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শুধু এক ব্যক্তির সন্তানের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা।
সোমবার (১০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন। এসময় শফিকুল আলম আরও বলেন, পাচারের টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। তিনি বলেন, "প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন, এটা বাংলাদেশের মানুষের টাকা।"
শফিকুল আলম আরও জানান, "আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তী সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কীভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়, যার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর।"
আজকের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
thebgbd.com/NA