রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংস আচরণের ঘটনায় মো. রাসেল হোসেনকে (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় মতিঝিল এলাকা থেকে ডিবির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল তাকে আটক করে।
ডিবি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি অশালীন মন্তব্য করে এবং লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ প্রদর্শন করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিঝিল এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
thebgbd.com/NA