বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার (১৪ মে) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এছাড়া ভবিষ্যতে বক্তব্য দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও লিখিত আবেদনে বলেন।
আদালত এ বিষয়ে এক সপ্তাহ পর আদেশ দেবেন জানিয়ে ব্যক্তিগত হাজিরা থকে মোয়াজ্জেম হোসেন আলালকে অব্যহতির আদেশ দেন।
বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে নিজের ভূমিকার ব্যাখ্যা দিতে আলালকে ১৪ মে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়। সে অনুসারে সকালে তিনি আদালতে হাজির হন।
আদালতে মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
ইউটিউবে বিচার বিভাগ নিয়ে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও ক্লিপ গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আনেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। পরবর্তীকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিষয়টি বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে ২৯ এপ্রিল এ বিষয়ে শুনানি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশ দেন আদালত।