ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ার কুর্দি প্রতিষ্ঠানগুলো একীভূত করার চুক্তি

চুক্তি স্বাক্ষরের পর রাষ্ট্রীয় গণমাধ্যম এসডিএফ নেতা মাজলুম আবদির সঙ্গে আল-শারার করমর্দনের একটি ছবি প্রকাশ করেছে।
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৫
সিরিয়ার কুর্দি প্রতিষ্ঠানগুলো একীভূত করার চুক্তি মাজলুম আবদি ও আহমেদ আল-শারা।

সিরিয়ার উত্তর-পূর্বে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সরকারের সঙ্গে একীভূত করার জন্য একটি চুক্তির কথা সোমবার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আল-শারা ও কুর্দি-অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) প্রধান। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার নতুন প্রশাসন ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ডিসেম্বরে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভেঙে দিয়ে পুরো দেশের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে।


সিরিয়ার আলাউইত সংখ্যালঘুদের কেন্দ্রস্থলে কয়েকদিন ধরে চলা সহিংসতা, যা আসাদের পতনের পর দেশটির স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে, তা অবসানে নতুন এই চুক্তিটি বছরের শেষ নাগাদ বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।


সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে উভয় পক্ষের স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ’সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানের সীমান্ত চৌকি, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্রসহ সিরিয়া রাষ্ট্রের প্রশাসনের মধ্যে একীভূতকরণ’ সংক্রান্ত চুক্তিটি তুলে ধরা হয়েছে। 


চুক্তি স্বাক্ষরের পর রাষ্ট্রীয় গণমাধ্যম এসডিএফ নেতা মাজলুম আবদির সঙ্গে করমর্দনের একটি ছবি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, কুর্দি সম্প্রদায় সিরিয়া রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান, রাষ্ট্র তাদের নাগরিকত্বের অধিকার এবং সব ধরণের সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা দিচ্ছে। 


এই চুক্তি সিরিয়ার সমাজের বিভিন্ন অংশের মধ্যে ‘বিভাজন, ঘৃণামূলক বক্তব্য এবং বিভেদ সৃষ্টির প্রচেষ্টা’ প্রত্যাখ্যান করেছে। আবদি মঙ্গলবার বলেছেন, চুক্তিটি একটি নতুন সিরিয়া গড়ে তোলার একটি বাস্তব সুযোগ। এসডিএফ নেতা এক্স-এ এক পোস্টে বলেন, আমরা এমন একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা সমস্ত সিরিয়ার নাগরিকদের অধিকার নিশ্চিত করবে এবং আমাদের জন্য শান্তি ও মর্যাদার আকাঙ্ক্ষা পূরণ করবে।


এসডিএফ ডি ফ্যাক্টো স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের ডি ফ্যাক্টো সেনাবাহিনী হিসেবে কাজ করে এবং উত্তর ও পূর্ব সিরিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। যার মধ্যে দেশের বেশিরভাগ তেল ও গ্যাস ক্ষেত্রও রয়েছে। যা দেশ পুনর্গঠনে নতুন প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে প্রমাণিত হতে পারে। নতুন চুক্তিতে আসাদের অবশিষ্টাংশ এবং (দেশের) নিরাপত্তা ও ঐক্যের জন্য সকল হুমকির বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার রাষ্ট্রকে সমর্থন করার’ কথাও উল্লেখ করা হয়েছে।


সিরিয়ায় নতুন কর্তৃপক্ষ সোমবার আসাদের অনুগতদের বিরুদ্ধে অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে কমপক্ষে ১০৬৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই আলাউইত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য যাদের নিরাপত্তা বাহিনী বা মিত্র গোষ্ঠীগুলো মৃত্যুদণ্ড দিয়েছে। গত সপ্তাহে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের অনুগত বন্দুকধারীরা সিরিয়ার নতুন নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পর উপকূলীয় আলাউইত সম্প্রদায়ের কেন্দ্রস্থলে সহিংসতা ছড়িয়ে পড়ে।


ব্রিটেন-ভিত্তিক অবজারভেটরি অনুসারে, এই লড়াইয়ে ২৩১ জন নিরাপত্তা কর্মী এবং ২৫০ জন আসাদপন্থী যোদ্ধা নিহত হয়েছেন।আসাদ পরিবারের কয়েক দশকের শাসনামলে প্রান্তিক ও নিপীড়িত কুর্দিরা তাদের ভাষায় কথা বলার, তাদের ছুটি উদযাপন করার এবং অনেক ক্ষেত্রে সিরিয়ার জাতীয়তা থেকে বঞ্চিত ছিল। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় সরকারি বাহিনী প্রত্যাহারের সুযোগ নিয়ে এসডিএফ উত্তর ও উত্তর-পূর্বে কার্যত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে। 


সূত্র: এএফপি


এসজেড