যদি কেউ বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে একটি রোজা না রাখে, তাহলে তার জন্য নিম্নলিখিত করণীয় রয়েছে :
১. আন্তরিক তওবা করা: আল্লাহ বলেন, "আর তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, হে মু’মিনগণ, যাতে তোমরা সফল হতে পারো।" (সূরা আন-নূর: ৩১)
তাই রোজা না রাখার জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে আর কখনো ইচ্ছাকৃতভাবে রোজা না ছাড়ার দৃঢ় সংকল্প করতে হবে।
২. সেই রোজার কাজা আদায় করা: রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোনো ওজর ছাড়া রমজানের একটি রোজা ছেড়ে দেয়, সে যদি সারাজীবনও রোজা রাখে, তবুও তা পূরণ হবে না।" (সুনান আবু দাউদ: ২৩৯৬)
তবে একদিনের রোজা ছেড়ে দিলে একদিনের রোজা কাজা করতে হবে। কাফফারা (একাধারে ৬০ দিন রোজা) তখনই ফরজ হয়, যখন কেউ রোজা রেখে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে (যেমন— সহবাসের মাধ্যমে)।
একটি রোজা ইচ্ছাকৃতভাবে না রাখলে:
তওবা করতে হবে।
একদিন রোজার কাজা রাখতে হবে।
কাফফারা (৬০ রোজা) নয়, কারণ রোজাই রাখা হয়নি, ভঙ্গ করা হয়নি।
thebgbd.com/NA