কক্সবাজারের রামুতে রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশিদনগরে এলাকার ব্রিকফিল্ডের উত্তরে রেললাইন থকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, রশিদনগরে রেললাইনে সকালে চেক লুঙ্গি ও সাদা রঙের শার্ট পরিহিত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রামু থানা পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে রামু থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।