ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশি সিনেমায় দেখা মিলবে পাকিস্তানি অভিনেত্রীর

ঢালিউডে কাজ করতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২৫
বাংলাদেশি সিনেমায় দেখা মিলবে পাকিস্তানি অভিনেত্রীর ছবি : সংগৃহীত।

ঢালিউডে কাজ করতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। সম্প্রতি ‘ফোর্স’ নামের এ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি।


বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আসিফ ইকবাল জুয়েল। তিনি বলেন, এ সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এই সিনেমা।


সিনেমায় পাকিস্তানের মডেলকে নেওয়ার কারণ জানতে চাইলে এ তরুণ নির্মাতা জানান, ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাঁকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা—মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’


পরিচালক আরও জানান, সিরিয়ালে জারার অভিনয় দেখে পছন্দ হয় তাঁর। পরে তিনি ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক এই মডেলের সঙ্গে ভাগাভাগি করেন। নির্মাতার ভাষ্যে, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাঁকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে–বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।’


আগামী ১০ এপ্রিল এফডিসিতে ‘ফোর্স’ সিনেমার শুটিং শুরু হবে। এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান, জানান পরিচালক। ‘ফোর্স’ সিনেমায় জারার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার।



thebgbd.com/NA