ঢাকা | বঙ্গাব্দ

ঈদে ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে, কালোবাজারি ঠেকাতে নতুন উদ্যোগ

আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২৫
ঈদে ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে, কালোবাজারি ঠেকাতে নতুন উদ্যোগ ছবি : সংগৃহীত।

আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। যাত্রীরা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার আগে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


তবে এ উদ্যোগ যাত্রী হয়রানি কমাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। গত ঈদুল আজহাতেও অনলাইনে শতভাগ টিকিট দেওয়া হয়েছিল, কিন্তু তবুও অনেক যাত্রী টিকিট পাননি। নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাটার সাইট ঢোকাই মুশকিল হয়ে যায়। আর ঢুকতে পারলেও টিকিট পাওয়ার আগেই সেগুলো শেষ হয়ে যায়।



অনলাইনে একজন চারটি পর্যন্ত টিকিট কাটতে পারার সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারিরা অনেক টিকিট কিনে ফেলে। পরে সেগুলো বিক্রির সময় নানা অজুহাত দেখিয়ে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করে। এমনকি অন্যের পরিচয়পত্র দিয়ে কাটা টিকিটেও অনেকে ভ্রমণ করেছেন।


এবার কালোবাজারি রোধে রেলওয়ে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি চালু করতে যাচ্ছে। এ ব্যবস্থায় রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কিনলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


যদি নতুন উদ্যোগ কার্যকর হয়, তাহলে যাত্রী ও রেল উভয়ই উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।



thebgbd.com/NA