ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

চট্টগ্রামে আজ শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১৩ লাখ ৮৫ হাজার ৭১৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ মার্চ, ২০২৫
চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ছবি : সংগৃহীত।

চট্টগ্রামে আজ শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১৩ লাখ ৮৫ হাজার ৭১৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় পাঁচ লাখ ৬০ হাজার এবং নগরের বাইরের জেলায় আট লাখ ২৫ হাজার ৭১৬ শিশুকে এই ভিটামিন দেওয়া হবে।


চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও চসিকের উদ্যোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগর ও জেলার স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রে ছয় থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।


চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, ৪১টি ওয়ার্ডে এক হাজার ৩২১টি কেন্দ্রে ক্যাম্পেইন চলবে। ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। বাদ পড়া শিশুরা চসিক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র ও টিকাকেন্দ্রে এই ক্যাপসুল নিতে পারবে।


চট্টগ্রামের ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ক্যাম্পেইনের জন্য ১৭টি স্থায়ী, ১৫টি ভ্রাম্যমাণ ও চার হাজার ৮০০টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পূর্বের ক্যাম্পেইনগুলোতে গড়ে ৯৭ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে।


শিশুদের অপুষ্টি ও রাতকানা রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চসিক ও জেলা স্বাস্থ্য বিভাগ।



thebgbd.com/NA