ঢাকা | বঙ্গাব্দ

থাইল্যান্ডে ক্রেন ভেঙে নিহত ৪

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্রেনটি ভেঙে পড়ার আগে তিনি জোরে দুটি শব্দ শুনেছেন।
  • অনলাইন ডেস্ক | ১৫ মার্চ, ২০২৫
থাইল্যান্ডে ক্রেন ভেঙে নিহত ৪ ভাঙা ক্রেন।

পুলিশ জানিয়েছেন, শনিবার থাইল্যান্ডের রাজধানীতে একটি নির্মাণস্থলে একটি ক্রেন ভেঙে পড়ায় কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে পঞ্চম মৃতদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


শনিবার ভোরে দেশের দক্ষিণের সঙ্গে ব্যাংকককে সংযুক্তকারী প্রধান মহাসড়ক হিসাবে পরিচিত রামা রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি টোলওয়ে নির্মাণাধীন স্থলে এ দুর্ঘটনা ঘটে এবং কমপক্ষে চারজন নির্মাণ শ্রমিক মারা গেছেন এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানা গেছে।


সিনিয়র পুলিশ কর্মকর্তা সায়াম বুনসোম ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা চার জনের মৃতদেহ উদ্ধার করেছি। এবং একজন এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছে বলে তিনি জানান। আটকা পড়া পঞ্চম ব্যক্তিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, নিহত চারজনের মধ্যে তিনজনই থাই নাগরিক। সায়াম আরো বলেন, ধসের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। 


একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম থাইরাথ টিভিকে জানিয়েছেন, ক্রেনটি ভেঙে পড়ার আগে তিনি জোরে দুটি শব্দ শুনেছেন। তিনি বলেন, শ্রমিকরা যখন সিমেন্ট ঢালছিলেন তখনই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডে নির্মাণস্থলে দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। নিরাপত্তা বিধিমালার দুর্বল প্রয়োগের ফলে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।


গত বছরের নভেম্বরে ব্যাংককের পশ্চিমে সামুত সাখোনে একটি ক্রেন ধসে তিনজন শ্রমিক নিহত এবং আরো ১০ জন আহত হন। ২০২৪ সালের মার্চ মাসে, রাজধানীর পূর্বে একটি কারখানায় একই ধরণের ক্রেন ধসের ঘটনায় সাতজন মারা যান। এবং ২০২৩ সালে ব্যাংককে নির্মাণাধীন একটি সড়ক সেতু ধসে কমপক্ষে দুইজন মারা যান এবং এক ডজন আহত হন। 


সূত্র: এএফপি


এসজেড