যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দিনের বেলায় মনের সুখে হাটছিলেন জনপ্রিয় অভিনেতা স্টিভ বুসেমি। তবে মনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ করে একজন দুর্বৃত্ত এসে অভিনেতার মুখে এলোপাথাড়ি ঘুষি মেরে পালিয়ে যান। সোমবার (১৩ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে এই ঘটনাটি ঘটেছে। তারকা স্টিভ বুসেমি সকালে হাঁটছিলেন। আর এমন সময় এই কাণ্ড ঘটে। মুখ ও চোখে আঘাতপ্রাপ্ত বুসেমিকে চিকিৎসার জন্য বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিউইয়র্ক পুলিশ বিভাগ সেই হামলাকারীকে খুঁজছে বলে জানিয়েছে। এনওয়াইপিডি অভিযুক্ত অপরাধীর সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করা ছবি প্রকাশ করেছে।
সেখানে দেখা গেছে যে ঘটনার সময় বেসবল ক্যাপ, একটি নীল টি-শার্ট এবং কালো সোয়েটপ্যান্ট পরা ছিল সেই ব্যক্তি।