ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ার বিমানবন্দরে ধরা পড়ল ৯৫ বাংলাদেশি

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ বাংলাদেশিকে আটক করেছে এনফোর্সমেন্ট বিভাগ।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২৫
মালয়েশিয়ার বিমানবন্দরে ধরা পড়ল ৯৫ বাংলাদেশি ছবি : সংগৃহীত।

সূত্রের বরাতে জানা গেছে, অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তদন্তের জন্য আটককৃতদের বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।


গত শুক্রবার (১৪ মার্চ) বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করে।


এর মধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন বাংলাদেশিরা।


একেপিএস বিবৃতিতে আরও জানায়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য এবং অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসার অপব্যবহার রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিভাগটি।


thebgbd.com/NA