ঢাকা | বঙ্গাব্দ

ভারতে ৩৭ কেজি মাদকসহ আটক দুই বিদেশিনি

রোববার সকালে বেঙ্গলুরু বিমানবন্দর থেকে দুই নাইজেরীয় মহিলাকে এই বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ মার্চ, ২০২৫
ভারতে ৩৭ কেজি মাদকসহ আটক দুই বিদেশিনি দুই বিদেশিনি।

বেঙ্গালুরু বিমানবন্দরে ৩৭ কেজিরও বেশি মাদকসহ গ্রেপ্তার হয়েছেন দুই নাইজেরীয় মহিলা। রোববার সকালে বিমানবন্দর থেকে এই দুই বিদেশিনিকে এই বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়, যা কর্নাটকের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাদক পাচারের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।


ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দিল্লি থেকে বেঙ্গালুরু আসেন বাম্বা ফান্টা (৩১) এবং অ্যাবিগেল অ্যাডোনিস (৩০) নামে দুই বিদেশিনি। বিমানবন্দরে বিমান অবতরণ করার পর তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তাদের ট্রলি ব্যাগ থেকে বেরোয় প্রায় ৩৭ কেজি এমডিএমএ মাদক। এ ছাড়াও, তাদের কাছ থেকে চারটি মোবাইল, বেশ কয়েকটি পাসপোর্ট এবং নগদ ১৮ হাজার রুপিও উদ্ধার করা হয়েছে।


দিল্লির বাসিন্দা বাম্বা এবং অ্যাবিগেল ভারতের নানা প্রান্তে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক পাচারের জন্য প্রায়ই বিমানে ভারতের বিভিন্ন শহরে যাতায়াত করতেন। গত এক বছরে অন্তত ৩৭ বার মুম্বইয়ে এবং ২২ বার বেঙ্গালুরুতে আসা-যাওয়া করেন দুই তরুণী। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০২০ সালে ব্যবসায়িক ভিসায় ভারতে আসেন বাম্বা। আর অ্যাবিগেল ২০১৬ সাল থেকেই ভারতে থাকছেন। তবে দু’জনেরই মাদক পাচারে হাতেখড়ি বছর দুয়েক আগে।


পুলিশ কমিশনার জানিয়েছেন, ছয় মাস আগে এই মাদক পাচার চক্রের এক জন গ্রেপ্তার হওয়ায় তদন্তে নামে পুলিশ। ম্যাঙ্গালুরু থেকে গ্রেপ্তার ওই যুবকের নাম হায়দার আলি। ১৫ গ্রাম মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। হায়দারকে জেরা করে পিটার নামে এক নাইজেরীয় নাগরিকের খোঁজ পায় পুলিশ। বেঙ্গালুরু থেকেই ছয় কেজি মাদকসহ পুলিশের জালে ধরা পড়েন তিনিও। এরপর চক্রের বাকিদের খোঁজে শুরু হয় ‘অভিযান’। সেই অভিযানে আটক এই দুই বিদেশিনি।


সূত্র: এনডিটিভি


এসজেড