আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। ক্রিউ-১০-এর চার মহাকাশচারী সেখানে নেমেছেন। মার্কিন নভোচারী সুনীতা উইলিয়াম এবং বুচ উইলমোরের সঙ্গে তাদের দেখা হয়েছে। এত দিন পরে সহকর্মীদের পেয়ে উচ্ছ্বসিত তারা। তাদের উচ্ছ্বাসের সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। নাসার কল্যানে মার্কিন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিতও হয়েছে।
নাসা ভিডিওটি প্রকাশ করেছে এক্স-এ। তাতে দেখা গেছে, মহাকাশযানের দরজা খুলে একে একে বেরিয়ে আসছেন চার নভোচারী। এ পারে তাদের জন্য অপেক্ষা করে আছেন সুনীতা, বুচ এবং বাকিরা। মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় তারা সকলেই ভাসছেন। ভাসতে ভাসতেই একে অপরকে জড়িয়ে ধরছেন। কেউ কেউ উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠছেন। খুশি ধরা পড়ছে তাদের চোখেমুখে। দেখা হওয়ার পর সুনীতা জানান, তাদের আসতে দেখে তিনি ভীষণ খুশি। একে ‘একটি অসাধারণ দিন’ বলে উল্লেখ করেছেন তিনি।
নাসা জানিয়েছে, স্পেসএক্সের ড্র্যাগন স্পেসশিপের দরজা খুলেছে শনিবার রাত ১১টার দিকে (মার্কিন সময়)। সাড়ে ৯টায় সেটি মহাকাশ স্টেশনে পৌঁছায়। কিছু পরীক্ষানিরীক্ষা করে নিরাপত্তা সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যানের দরজা খোলা হয়। যে চারজন তাতে চড়ে মহাকাশে পাড়ি দিলেন, তারা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতা ও বুচ তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরবেন।
নাসা সূত্রে খবর, মার্কিন সময় অনুযায়ী মঙ্গলবার রাত একটার কিছু পর চারজনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান। সুনীতাদের সঙ্গে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ।
মহাকাশে গত বছর জুনে পাড়ি দেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তারা যান, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নাসা সিদ্ধান্ত নেয়, ওই যানে তারা ফিরবেন না। ফলে মহাকাশে আটকে পড়েন সুনীতা এবং বুচ। তাদের আট দিনের মহাকাশ সফর নয় মাসে দীর্ঘায়িত হয়েছে। মহাকাশ থেকে বিভিন্ন সময়ে নিজেদের কথা জানিয়েছেন সুনীতা এবং বুচ। এবার তাদের ফেরার অপেক্ষায় সারা বিশ্ব।
সূত্র: নাসা, এপি
এসজেড