দেশের ১২টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (১৭ মারচ্) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ দুঃসংবাদ দেয় আবহাওয়া অধিদপ্তর।
তারা জানিয়েছে, তাপপ্রবাহের প্রভাব ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলায় দেখা যাচ্ছে এবং এটি আরও কিছুদিন স্থায়ী হতে পারে। আজকের দিনে সারাদেশের তাপমাত্রা প্রায় একই থাকবে, রাতের তাপমাত্রায়ও তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে, আর মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে, বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তবে অন্যান্য স্থানে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা একই থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবারের পূর্বাভাস অনুযায়ী, সিলেটের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যান্য অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শুরুতে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
thebgbd.com/NA