ঢাকা | বঙ্গাব্দ

গ্রোসির সঙ্গে বৈঠকে ইরান

বেইজিংয়ে ঘারিবাবাদি রাশিয়া ও চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পর এই বৈঠকটি হতে যাচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ মার্চ, ২০২৫
গ্রোসির সঙ্গে বৈঠকে ইরান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সোমবার ভিয়েনায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা’র প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সংস্থাটির সদর দপ্তরে দেখা করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তেহরান থেকে এএফপি এ খবর জানিয়েছে।


মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই বলেন, ‘সংস্থাটির সঙ্গে আমাদের চলমান আলোচনার অংশ’ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’ শুক্রবার বেইজিংয়ে ঘারিবাবাদি রাশিয়া ও চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পর এই বৈঠকটি হতে যাচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড